প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৫, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৫, ৫:২৭ পি.এম
কালিগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন সফলের লক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ আগামী ১০ মে কালিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে মঙ্গলবার (৭ মে) বিকাল ৫ টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা জামায়াতের আমির ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসের সুরার অন্যতম সদস্য মাওলানা আজিজুর রহমান। উপজেলা জামায়াতে আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী লিখিত বক্তব্যে জানান, দীর্ঘ ১৭ বছর পর আমরা আগামী ১০ মে কালিগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ সামাদ স্মৃতি ময়দানে এক ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কর্মী সম্মেলন সকাল সাড়ে ৮টায় মহিলা কর্মী এবং বিকাল ৩ টায় পুরুষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামিক কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ কর্মী সম্মেলন উপলক্ষে ৫৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন,পাশাপাশি প্রশাসনকে অবহিত করা হয়েছে। যানজট এড়ানোর জন্য শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজ করা হয়েছে। কর্মী সম্মেলনে উপজেলার বারোটি ইউনিয়ন হতে লক্ষাধিক কর্মী অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন ১৯৪১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী শুরু থেকে বৈষম্যমুক্ত, শোষণমুক্ত, সকল শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য ও একটি কল্যাণময় রাষ্ট্রের জন্য আন্দোলন করে আসছে। বিশেষ করে জুলাই ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ জামায়াতে ইসলামের চিরাচারিত প্রথা অনুযায়ী প্রতিশোধের রাজনীতি প্রত্যাখ্যান করে সহনশীল রাজনীতি করছে। আগামীর একটি সুন্দর শোষণমুক্ত কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এ সম্মেলন থেকে জাতিকে বার্তা দেওয়া হবে।
১০ মে কর্মী সম্মেলনের বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন শ্রেণি পেশা ও ধর্মের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়তে ইসলামের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা সেক্রেটারি আব্দুল গফফার, উপদেষ্টা বায়তুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আফসারি, উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান ও উপজেলা অফিস সেক্রেটারী আফতাব উদ্দিন প্রমূখ। প্রধান অতিথি জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন কর্মী সম্মেলন সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কর্মী সম্মেলনে সকালে ব্যাপক সংখ্যক মহিলাও বিকালে পুরুষ প্রায় লক্ষাধিক কর্মীরা অংশগ্রহণ করবে। তিনি বলেন জামায়াত ইসলামী বাংলাদেশের প্রথাগত রাজনীতি নয়, সহনশীল রাজনীতির বিকাশে কাজ করে যাচ্ছে। সাংবাদিক সম্মেলনে কালিগঞ্জের বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin