প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৯:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ৫:২৬ এ.এম
ভূমিসেবা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, ভূমি উন্নয়নকর দিতে মানুষ ভুলে গেছে। জলমহাল বালুমহাল নিয়ে প্রায়শই আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। ডিজিটাউজেন হওয়ার ফলে পূর্বের বছরের তুলনায় এবছর ৩০% বেশি ভূমি উন্নয়নকর আদায় হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমিসেবা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভায় তিনি এসব কথা বলেন। একটু ভালোভাবে যদি লক্ষ করি প্রত্যেক ডিপার্টমেন্টেরই নানারকম মেলা রয়েছে। কর মেলা, ভ্যাট মেলা, বৃক্ষ মেলা, কৃষি মেলা প্রভৃতি। অথচ ভূমিসেক্টর দেশের জন্য একটি অত্যান্তগুরুত্বপূর্ন রাজস্ব আহরনের ক্ষেত্র কিন্তু এর কাজগুলো নিশ্চুপ থেকে যায়। সে লক্ষ্যে এবারের ভূমি সপ্তাহে ভূমিসেবার নানা দিকগুলোর সাথে করের ওপর গুরুত্ব দেয়া হবে বলেন ভূমি সিনিয়র সচিব। সভায় নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়,বিভিন্ন কমিটি করা হয়। সম্ভাব্য তারিখ ২৫-২৯ মে,তবে মাননীয় প্রধান উপদেষ্টার অনুমোতি ক্রমে সার্বিক বিষয় নিশ্চিত করা হবে। সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর মহাপরিচালক(গ্রেড-১),মো:সাইদুর রহমান;অতিরিক্ত সচিব(জরিপ ও সায়রাত অনুবিভাগ) সায়মা ইউনুস, এনডিসি ;ড. মো: মাহমুদ হাসান অতিরিক্ত সচিব(প্রশাসন); মো: আব্দুর রউফ এনডিসি, অতিরিক্ত সচিব (আইন অনুবিভাগ);মো: এমদাদুল হক চৌধুরী,অতিরিক্ত সচিব(উন্নয়ন অনুবিভাগ);মোহাম্মদ মাহফুজুর রহমান,অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন অনুবিভাগ) সহ মন্ত্রণালয়ের ঊর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin