হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে রূপান্তরের আয়োজনে সুন্দরবন ও পরিবেশ রক্ষার্থে প্লাস্টিক এবং পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১মে) বেলা ১০টায় উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, ভাড়াশিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, রেডিও নলতার স্টেশন ম্যানেজার আব্দুল্লা আল মামুন প্রমুখ। সভায় বক্তাগন বলেন, সামুদ্রিক প্রাণীর উপর প্লাস্টিক দূষণের প্রভাব সবচেয়ে বেশি। যেমন সামুদ্রিক তিমির পাকস্থলীতে প্রচুর পরিমাণে প্লাস্টিক পাওয়া গিয়েছে৷ এছাড়াও সামুদ্রিক ছোট মাছের পাকস্থলীতেও প্লাস্টিক পাওয়া গিয়েছে। তাই প্লাস্টিক দূষণ সামুদ্রিক মৎস্য প্রজাতির ও সুন্দরবন এবং পরিবেশ জন্য হুমকিস্বরূপ।আমরা জানি প্লাস্টিক পলিথিন কি কি ক্ষতি করে।তাছাড়া অনেক ছোট ছোট দল সারা বিশ্বে স্থানীয় ভাবে প্লাস্টিক দূষণ সম্মর্কে মানুষদের সচেতন করে যাচ্ছে। আমাদের সবাইকে সচেতন হতে হবে প্লাস্টিক ও পলিথিন বন্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক, ইউপি সদস্য, ঈমাম, উপজেলা যুবফোরামের সদস্য ও সাংবাদিকবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin