মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল-ঢাকা রুটে সড়ক পরিবহনে যাত্রীদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে। দিন দিন হয়রানি বেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সষ্টি হয়েছে।
সুত্রে জানা গেছে, ঢাকার ধোলাইপাড় বাসষ্টান্ড থেকে প্রতিদিন চেয়ারম্যান, অন্তরা, মুন ও কিংস পরিবহনসহ কয়েকটি বাস আসা যাওয়া করে।এর মধ্যে বগা ফেরি পার হয়ে উলানিয়া বাজার এক রুট, অপর দিকে বাউফল পৌরসভা ভায়া কালাইয়া দশমিনা একরুট।
যাত্রীদের অভিযোগ, ঢাকা থেকে বাউফল যাওয়ার সময় বাস কর্তৃপক্ষ বাউফলের যাত্রীদের সঙ্গে প্রতারনা করে উলানিয়া রুটের গাড়িতে তোলেন। পড়ে তাদের নামিয়ে দেন বগা ফেরিতে। অথচ বগা ফেরি থেকে বাউফল পৌরসভার বাসষ্টান্ড দুরত্ব ১৫ কিলোমিটার।
নুরুল ইসলাম মাসুম নামে এক যাত্রী অভিযোগ করে বলেন, গত রবিবার (১১ মে) সন্ধা ৬টায় ধোলাইপাড় থেকে চেয়ারম্যান পরিবহনের টিকিট কাটেন। তাকে কর্তৃপক্ষ জানায় গাড়িটি বাউফল পৌরসভা হয়ে কালাইয়া ভায়া দশমিনা গিয়ে থামবে। অথচ গাড়িটি বগা ফেরি এসে আমাদের বাউফল যাত্রীদের নামিয়ে দিয়ে বলেন, এই গাড়ি উলানিয়া রুটে যাবে। তখন রাত সোয়া বারোটা। আমরা যাত্রীরা রীতি মতন হতবাক।
এ বি এম মিজানুর রহমান নামে এক সংবাদকর্মী বলেন, যাত্রীদের এই ধরনের হয়রানির অভিযোগ বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে দীর্ঘ দিনের। তারা যাত্রী সেবার নামে প্রতারনা করছেন।
এ বিষয়ে এই রুটের পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট মো. স্বপন মৃধা নামে এক ব্যক্তি বলেন, বিষয়টি দুঃখজনক। আমি মালিক পক্ষকে বিষয়টি অবহিত করবো।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin