আলী আহসান রবি: ১৫ মে, ২০২৫ ঢাকা জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সর্বজনীন পেনশন স্কিমসূহে রেজিস্ট্রেশন ও চাঁদার টাকা সংগ্রহের লক্ষ্যে ১২ (বারো)টি ব্যাংকের সাথে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ইতোপূর্বে ১২টি ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। নতুনভাবে ১২টি সহ এ পর্যন্ত মোট ২৪টি ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হলো। পর্যায়ক্রমে সকল দেশীয় মালিকানাধীন ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেয়া হবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মহিউদ্দীন খান, নির্বাহী চেয়ারম্যান, জাতীয় পেনশন কর্তৃপক্ষ। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে নিম্নবর্ণিত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও সিইওগণ উপস্থিত থেকে নিজ নিজ ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষে নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ মহিউদ্দীন খান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
১। এবি ব্যাংক পিএলসি, ঢাকা।
২। আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ঢাকা।
৩। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঢাকা।
৪। আইএফআইসি ব্যাংক পিএলসি, ঢাকা।
৫। মিডল্যান্ড ব্যাংক পিএলসি, ঢাকা।
৬। মধুমতি ব্যাংক পিএলসি, ঢাকা।
৭। ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ঢাকা।
৮। এনসিসি ব্যাংক পিএলসি, ঢাকা।
৯। ওয়ান ব্যাংক পিএলসি, ঢাকা।
১০। প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ঢাকা।
১১। সাউথইস্ট ব্যাংক পিএলসি, ঢাকা।
১২। ট্রাস্ট ব্যাংক পিএলসি, ঢাকা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin