আলী আহসান রবি: ১৬ মে ২০২৫ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল (১৫ মে ২০২৫) দিবাগত রাতে বিজিবির যমিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর অধীনস্থ তবলছড়ি বিওপির নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী চৌধুরীপাড়া নাম স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বর্ণিত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি যুক্তরাষ্ট্রের ৯এমএম এবং ১টি ভারতীয় ৮এমএম পিস্তলসহ ২ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক সিজারমূল্য ২,০০,৪০০/- টাকা।
আটককৃত অস্ত্র ও গোলাবারুদ থানায় জমাকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin