প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৫, ১২:২৬ পি.এম
নাজিরপুরে কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে ঘর, তৈরি করে দিলেন ইউএনও

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের চরমাটিভাঙ্গা গ্রামের বাসিন্দা অসহায় পঙ্গু মোয়াজ্জিম মিয়া( ৭৫)। গত সোমবার( ২০ মে)হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শেষ সম্বল ঘরটি সম্পূর্ণ ভাবে ভেঙ্গে যায় তার ।
বিষয়টি জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান এর নজরে আসা মাত্রই তিনি রাতেই নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ ফজলে রাব্বিকে জানালে ইউএনও রাত ১০ ঘটিকায় ওই বৃদ্ধার বাড়িটি পরিদর্শন করে তার ঘরটি বাসযোগ্য করার উদ্যোগ নেন। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ৩৪০ স্কয়ার ফুটের দোচালা টিনের ঘর তৈরী করে দেন। এ দিকে নতুন ঘর পেয়ে আনন্দে আত্মহারা বৃদ্ধা মুয়াজ্জিম দম্পতি।
তারা বলেন,নতুন ঘর পেয়ে আমরা অনেক খুশি। এখন শীত কিংবা বর্ষাতে আর কষ্ট করতে হবে না। কখনও ভাবিনি আমাদের থাকার জন্য নতুন ঘর হবে। এত তাড়াতাড়ি ঘর পেয়ে তিনি সহযোগীদের জন্য দোয়া করেন। এই খবর ছড়িয়ে গেলে পুরো উপজেলা জুড়ে প্রশাংসায় ভাসছেন মানবিক ইউএনও মোঃ ফজলে রাব্বি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বি বলেন, বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে স্যার ঘরটি পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তাৎক্ষণিক অসহায় পঙ্গু মুয়াজ্জিম মিয়ার বাড়িটি পরিদর্শন করে বসবাসের উপযুক্ত টিনের ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এ ছাড়াও তিনি সরকারি সব সুযোগ সুবিধা ঠিকমত পায় তা নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin