প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৫:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৫, ৪:৩০ পি.এম
মধ্যনগরের প্রধান সড়ক কর্দমাক্ত, খুব ধীর গতিতে চলছে উন্নয়নকাজ — জনদুর্ভোগ চরমে

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মহিষখলা থেকে ভোলাগঞ্জ বাজার, বাগলী বাজার হয়ে জেলা সদর সুনামগঞ্জ পর্যন্ত সংযোগকারী প্রধান সড়কের বেহাল দশা জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। অতি গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়নকাজ শুরু হলেও তা অত্যন্ত ধীরগতিতে চলছে, ফলে প্রতিদিনই বাড়ছে মানুষের ভোগান্তি।
বর্তমানে রাস্তার বেশ কিছু অংশে কেবল মাটি কেটে ফেলে রাখা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মিত কাজ না করায় সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত ও যান চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীরা এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নায়েব আলী বলেন, “এটা আমাদের এলাকার জন্য একমাত্র প্রধান সড়ক। এমন অবস্থায় প্রতিদিন যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।”
মোঃ শহিদ মিয়া বলেন, “এতো ধীরগতির কাজ আমি জীবনে দেখি নাই। কবে শেষ হবে, কেউ জানে না।”
মোঃ কুদরত আলী বলেন, “কাজের কোনো গতি নেই। এখনই যদি শেষ না করা হয়, বর্ষায় এই রাস্তা একেবারে অচল হয়ে যাবে।”
মহিষখলা বাজারের প্রাণী চিকিৎসক মোহাম্মদ আঃ বাছির মিয়া জানান, “রাস্তার এই অবস্থার কারণে আমরা ঠিকমতো পশু চিকিৎসা সেবা দিতে পারছি না। জরুরি সেবাও পৌঁছাতে দেরি হয়। খুব দ্রুত রাস্তার কাজ শেষ করা অত্যন্ত জরুরি।”
এলাকাবাসীর জোর দাবি, রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করতে যথাযথ তদারকি নিশ্চিত করুক প্রশাসন। না হলে, বর্ষা মৌসুমে এই দুর্ভোগ ভয়াবহ রূপ নিতে পারে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin