প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৫, ৫:৪৩ এ.এম
রাজধানীর পল্লবীতে জাল নোট তৈরীর কারখানায় সেনা অভিযান: গ্রেফতার ১

নিউজ ডেস্ক: গতকাল আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টায় সেনাবাহিনীর কাফরুল সেনা ক্যাম্প থেকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্লবীর একটি বাড়িতে জাল নোট তৈরির কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯৭ হাজার টাকার জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জামাদিসহ ১ একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জানা যায়, আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে এইসব জাল নোট প্রস্তুত করা হচ্ছিল।
বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে কঠোরভাবে অভিযান পরিচালনা করছে। যেকোনো ধরনের অপরাধ কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো হচ্ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin