আলী আহসান রবি: তারিখ: ১২ জুন ২০২৫, কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী সীমান্তবর্তী মির্জাজোড়া নামক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। অদ্য ১২ জুন ২০২৫ তারিখ সকালে বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপির টহলদল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি জেলের ছদ্মবেশে ছোট ডিঙ্গি নৌকা যোগে নাফ নদী সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে মায়ানমারের একটি নৌকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করবে। আরো তথ্য পাওয়া যায়, ইয়াবা সংগ্রহ শেষে নদী পথে মির্জাজোড়া নামক এলাকা দিয়ে বাংলাদেশে ফেরত আসবে। এ প্রেক্ষিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক সীমান্তে নজরদারি বৃদ্ধির পাশাপাশি তাঁর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ আভিযানিকদল এবং টেকনাফ বিওপি থেকে অপর একটি আভিযানিকদলকে সাথে নিয়ে মাদক পারাপারের সম্ভাব্য এলাকায় ফাঁদ পেতে অপেক্ষা করতে থাকেন। আনুমানিক সকাল ১০.০০ ঘটিকায় ০২ জন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্ত দিয়ে একটি ছোট ডিঙ্গি নৌকায় চুপিসারে মির্জাজোড়া নামক এলাকার দিকে অগ্রসর হতে দেখে বিজিবি সদস্যরা উক্ত ব্যক্তিদেরকে গ্রেফতার করতে
ধাওয়া করে। এসময় বিজিবির গতিবিধি আঁচ করতে পেরে মাদক পাচারকারীরা দ্রুত জোয়ারের পানিতে নিমজ্জিত কেওড়া জঙ্গলের ভিতরে তাদের নৌকাটি ডুবিয়ে দিয়ে পানিতে ঝাঁপ দেয় এবং সাঁতার কেটে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। উক্ত এলাকাকে ঘিরে রেখে পলায়নরত ব্যক্তিদেরকে ধরতে বিজিবির দীর্ঘ সময় ধরে সাঁড়াশি অভিযান চালালেও কাউকে আটক করতে সক্ষম হয়নি। পরবর্তীতে বিজিবি আভিযানিকদল কেওড়া জঙ্গলের ভিতরে অভিনব পন্থায় পানিতে নিমজ্জিত অবস্থায় দুটি ব্যাগের ভিতরে বিশেষভাবে মোড়কজাত ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জমা করার জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin