মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ): আজ মঙ্গলবার (২৪ জুন ২০২৫), সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের প্রাণকেন্দ্র মহিষখলা বাজারে অনুষ্ঠিত হয়েছে সপ্তাহের অন্যতম বৃহৎ সাপ্তাহিক হাট। সকাল থেকেই ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে বাজারটি হয়ে উঠে প্রাণবন্ত ও জমজমাট।
দূর-দূরান্ত থেকে গরু, ছাগল ও মহিষ নিয়ে আসেন বিক্রেতারা। হাটজুড়ে পশু বেচাকেনার হাঁকডাক, দরদাম আর গরুর দড়ি হাতে টানাটানি—সব মিলিয়ে এক ব্যস্ততম দৃশ্য।
পশুর হাটের অন্যতম আয়োজক মোঃ দেলোয়ার হোসেন বলেন,
> “আজকের হাট বেশ জমজমাট হয়েছে। তবে গরু রাখার নির্দিষ্ট জায়গা না থাকায় কিছুটা সমস্যার মুখে পড়েছি। যদি নির্দিষ্ট পশু পার্কিং, পানি ও ছায়ার ব্যবস্থা থাকতো, তাহলে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য সুবিধা হতো।”
শুধু পশুর হাটই নয়, সবজি, চাল-ডাল, মাছ, ফলমূল, দেশি তৈজসপত্র এবং শাড়ি-কাপড়ের দোকানেও ছিল উপচে পড়া ভিড়। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এসেছেন সাপ্তাহিক বাজার করতে। বাজারের চারপাশে ছিল উৎসবমুখর পরিবেশ।
সব মিলিয়ে আজকের মহিষখলা হাট ছিল গ্রামীণ জীবনের এক চিত্রপট — যেখানে শুধু পণ্য নয়, আদান-প্রদান হয়েছে হাসিমাখা সম্পর্কেরও।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin