মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর, সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার পলাতক এক আসামীকে গভীর রাতে গ্রেফতার করা হয়েছে।
অফিসার ইনচার্জ মনিবুর রহমান এর দিকনির্দেশনায় এসআই বিকাশ সরকার সঙ্গীয় ফোর্সসহ ২৮ জুন ২০২৫ তারিখ রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে তাহিরপুর থানার কলাগাঁও এলাকা থেকে পলাতক আসামী মোঃ সোহেল (২২), পিতা মোঃ আলী হোসেন, মধ্যনগর উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দাকে গ্রেফতার করা হয়।
পরে সকাল ৭টার দিকে তাকে থানায় আনা হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান বলেন,
> “ধর্ষণসহ সকল প্রকার অপরাধ দমনে মধ্যনগর থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।”
স্থানীয়রা পুলিশের এই সফল অভিযানের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন, অপরাধ দমনে পুলিশ আরো কঠোর ভূমিকা পালন করবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin