আলী আহসান রবি: ৩০ জুন, ২০২৫, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় Bangladesh Single Window (BSW) System ইতোমধ্যে কার্যকর কর হয়েছে। BSW মলত একটি অনলাইন প্লাটফর্ম, যা ব্যবহার করে একজন আমদানিকারক-রপ্তানিকারক থালসের জন্য প্রযোজ্য সব ধরনের সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (CLP) এর জন্য অনলাইনে আবেদন করে স্বয়ংক্রিয়ভাবে CLP সাগ্রহ করতে পারবেন। CLP গ্রহণের পূর্বে Business Identification Number (BIN) ব্যবহার করে BSW সিস্টেটনে (Website: bswnbr.gov.bd) নিকরন করতে হবে। এই সিস্টেম ব্যবস্থারের ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে যে সকল সুবিধা পাওয়া যাবে সেগুলো হলো:
একটি কমন প্লাটিফর্মে আমদানি-রপ্তানি পণ্যের জন্য প্রযোজ্য সার্টিফিকেট, লাইসেন্স এবং পারমিট সংক্রান্ত সকল কার্যক্রম সংশ্লিষ্ট সকল সংস্থ কর্তৃক যুগপৎভাবে অনলাইনে সম্পন্ন করা হবে; সরকারী কাজে ব্যক্তিগত যোগাযোগ (হিউম্যান ইন্টারেকশন) না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে; পথ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে সময় ও বায় হাল পাংবা দেশি-বিদেশী ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টির মাধ্যমে বিনিয়োগ ও বদিজোর প্রসার ঘটবে।
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক কস্তবায়নাধীন Bangladesh Single Window (BSW) System হতে ইতোমধ্যে স্বয়ংক্রিয়ভাবে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (CLP) এর সংখ্যা অদ্য ৩০/০৬/২০২৫ তারিখে ৩,৮৯,০১৫ (তিন লক্ষ উননব্বই হাজার পনের) অতিক্রম করেছে। সার্টিফিকেট, লাইসেন্স ও পারনিট (CLP) সমূহের ৮৫.৯৭% একঘন্টার সময়ে এবং ১৪.৬৫% একদিনের সময়ে স্বয়ংক্রিয় প্রক্রিয়া। ইস্যু করা হয়েরে। ইতোমধ্যে সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ইসুফোরী ১৯টি সংস্থার (DGDA, EPB, DOEX, BNACWC, BEZA, BEPZA, DOE, BSTI, BAERA, BAEC, CAAB, BTRC, DOF, DLS, PQW, BIDA, BGMEA, BKMEA, CCI&E) ক্ষেত্রে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট Bangladesh Single Window (BSW) সিস্টেমের মাধ্যমে দাখিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এমতাবস্থত, ৩১ জুলাই, ২০২৫ খ্রি. তারিখ হতে আমদানি রপ্তানি পণ্যচালান শুল্কায়নের ক্ষেত্রে উক্ত ১৬টি সংস্থা কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট Bangladesh Single Window (BSW) সিস্টেমের মাধ্যমে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
আমদানি-রপ্তানি বাণিজ্যে যুক্ত সকল অংশীজনকে Bangladesh Single Window (BSW) বাস্তবায়নে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হলো। যেকোন প্রয়োজনে কল সেন্টার (Hotline: 16139) ফোন করে এবং অয়েবসাইট (www.bswnbr.gov.bd) কে BSW সংক্রান্ত সকল সেবা গ্রহণ কথা যাবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin