নিউজ ডেস্ক: রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি আগামী ৪ জুলাই (শুক্রবার) থেকে ৮ জুলাই (সোমবার) পর্যন্ত পাঁচ দিন সব ধরনের কার্যক্রম বন্ধ রাখবে। মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন মতে, ডাটা সেন্টারকে নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে স্থানান্তর করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রূপালী ব্যাংকের আবেদন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এই সাময়িক বন্ধের অনুমোদন দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ (ডিওএস) থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ অনুমোদন দেওয়া হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin