প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৯:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৫, ৫:১৪ পি.এম
রাণীশংকৈলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

মো: হামিম রানা (ঠাকুরগাঁও): আজ(৩০ জুন) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নের ধর্মগড় চেকপোস্ট বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। তিনি বলেন, "দেশে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের রায়কে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা রজব আলী, সেক্রেটারি, জামায়াতে ইসলামী রাণীশংকৈল উপজেলা শাখা। তিনি বলেন, "এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য ইসলামী নেতৃত্বই একমাত্র ভরসা।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহজালাল জুয়েল ১নং ধর্মগড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ এনামুল হক ১নং ধর্মগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ লোকমান আলী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ধর্মগড় ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সভায় বক্তারা দলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচারণার আহ্বান জানান এবং তরুণ সমাজকে ইসলামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
পরিশেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin