আলী আহসান রবি: ঢাকা, ০১ জুলাই ২০২৫ খ্রি., রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ বেলায়েত হোসেন (৪৬) ও রেশমা বেগম (৩৭)। যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানার একটি দল আজ মঙ্গলবার (০১ জুলাই ২০২৫ খ্রিঃ) দুপুর আনুমানিক ০১.৪৫ ঘটিকায় উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছে।
যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত বেলায়েত ও রেশমা ২০১০ সালে মুন্সীগঞ্জ থানায় রুজুকৃত একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি ছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin