বেনাপোল প্রতিনিধি : ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে যশোরের শার্শা পরিবারভিত্তিক কর্মসংস্থার কর্মসূচির আওতায় ঋণের চেক বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ঋণের চেক বিতরণ করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক। পরে ৬৯ জন ঋণ গ্রগীতাকে ১৩ লক্ষ্য ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin