নিউজ ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে প্রকাশ্যে সমালোচনা করায় দেশটির আইনপ্রণেতারা তাকে নিয়ে এই ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। গত সপ্তাহে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভেনেজুয়েলায় মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে সরকারের সমালোচনা করেন ভলকার তুর্ক। তিনি বলেন, ভেনেজুয়েলায় নির্বিচারে আটক ও গুমের ঘটনা ঘটছে। এই সমালোচনার প্রতিক্রিয়ায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin