আলী আহসান রবি: ঢাকা, বুধবার, ০২ জুলাই ২০২৫, ঢাকায় মিরপুরে বেড়ীবাঁধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গা হতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ০৩ একর জায়গা উদ্ধার করা হয়। আজ (০২) জুলাই সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিফাতুল ইসলামের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়। এ অভিযানে পানি উন্নয়ন বোর্ড, পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য অংশীজন অংশগ্রহণ করে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অধিগ্রহণকৃত মিরপুর বেড়িবাঁধ এলাকার ভূমি উপর থেকে অবৈধ স্থাপনা অপসারনের লক্ষ্যে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে মিরপুর বেড়ীবাঁধের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর থাকা অবৈধ স্থাপনা সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উভয় পাশের অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ড ঢাকার প্রায় ৩ একর অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত হয়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গার উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এছাড়া, অভিযানের পাশাপাশি মিরপুরের গোড়ান-চটবাড়ি পন্ডিং এলাকা হতে কচুরিপানা পরিষ্কারকরণের কাজ চলমান রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin