আলী আহসান রবি: ঢাকা, ০৩ জুলাই ২০২৫, বাংলাদেশে শ্রীলঙ্কার হাইকমিশনার মাননীয় মি. ধর্মপাল বীরাককোডি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্র সচিবকে অভিনন্দন জানিয়েছেন...
বৈঠকে তারা বাণিজ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা এবং পর্যটন সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন।
তারা বাংলাদেশি ওষুধপত্র শ্রীলঙ্কায় কীভাবে রপ্তানি করা যেতে পারে এবং শ্রীলঙ্কা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তার প্রতিষ্ঠানগুলি কীভাবে উন্মুক্ত করতে পারে তা নিয়েও আলোচনা করেছেন। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে স্থায়ী ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে স্বীকৃতি দিয়ে, পররাষ্ট্র সচিব বিদ্যমান সুযোগগুলিকে পুরোপুরি কাজে লাগানোর জন্য অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তারা উভয় দেশের জনগণের পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার নতুন পথ অন্বেষণের গুরুত্বের উপর জোর দিয়েছেন।
পররাষ্ট্র সচিব এই বছরের শেষে পররাষ্ট্র অফিস পরামর্শ (FOC) পরবর্তী দফা আয়োজনের শ্রীলঙ্কার প্রস্তাবের প্রশংসা করেছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin