🖋 মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: মরিলে শরীর মাটিতে মেশে ঠিকই, কিন্তু কিছু মানুষ হৃদয়ে গেঁথে থাকেন যুগ যুগ ধরে। এমনই একজন মহান মানুষ ছিলেন মরহুম মোঃ মনির উদ্দিন স্যার—একজন আদর্শ শিক্ষক, নির্মল চরিত্রের মানুষ, আর নিঃস্বার্থ আলোর ফেরিওয়ালা।
আজ ৪ জুলাই ২০২৫, এই দিনটি স্মরণে গভীর বেদনা আর শ্রদ্ধায় ভরে ওঠে সুনামগঞ্জ জেলার মধ্যনগর।
এই দিনে চার বছর আগে আমরা হারিয়েছি সেই মানুষটিকে, যিনি শুধু শিক্ষকই ছিলেন না, ছিলেন হাজারো শিক্ষার্থীর জীবনের দিশারী, মূল্যবোধের কারিগর।
📚 তাঁর জীবনের শ্রেষ্ঠ পরিচয়—শিক্ষকতা
সাধারণ শিক্ষক নয়—তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক।
👉 দোয়ারাবাজার আমবাড়ি হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক,
👉 তাহিরপুর বালিজুরী হাইস্কুলের প্রধান শিক্ষক,
👉 এবং সর্বশেষ মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক হিসেবে তিনি অবসর নেন ২০০৫ সালে।
শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে তিনি অবসরে গিয়েছিলেন ঠিকই, কিন্তু তাঁর শিক্ষা ও আদর্শ ছড়িয়ে পড়েছিল শত শত প্রাণে—যাদের অনেকেই আজ সমাজের সম্মানিত নাগরিক।
🕌 স্মরণে দোয়া ও আত্মার মাগফিরাতের প্রার্থনা
চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধ্যনগরসহ আশপাশের বিভিন্ন মসজিদে আয়োজন করা হয়েছে দোয়ার মাহফিল।
পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে—তাঁর রূহের মাগফিরাতের জন্য দোয়া করবেন।
👪 যাঁরা রেখে গেছেন তাঁকে নিয়ে গর্ব
মরহুম মো. মনির উদ্দিন স্যারের পরিবারে রয়েছেন তাঁর প্রিয় স্ত্রী নুরুন্নাহার চৌধুরী, মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা।
তাঁদের ছেলেমেয়েরা হলেন—
মাতাব উদ্দিন বিপ্লব
মিনহাজ উদ্দিন পল্লব
আসরাফ উদ্দিন হিল্লোল (মানবাধিকার কর্মী ও সংবাদকর্মী)
আবেদান্নাহার হেপী
সবেদান্নাহার বেবি
মাজেদান্নাহার লাকী
এডভোকেট লাইলুন নাহার জোনাকি
এই সন্তানরাই আজ তাঁর জীবনের সার্থকতার প্রমাণ।
🌸 শেষ কথা নয়, শুরুটা এখানে...
একজন আদর্শবান শিক্ষক চলে গেলেও তাঁর নীতিমালা, শিক্ষা ও প্রেরণা থেকে যায় বহু প্রজন্মের মাঝে।
আজ যখন শিক্ষার সংকট দেখা দেয়, তখন এমন মানুষদের কথা মনে পড়েই বুকটা কেঁপে ওঠে—“কি বিশাল আলো ছিল তাঁর মাঝে!”
আমরা সবাই যেন তাঁর শিক্ষা ও আদর্শকে হৃদয়ে ধারণ করতে পারি, এটাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি।
> আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin