নিজস্ব প্রতিনিধ, কলমাকান্দা (নেত্রকোণা): আজ শনিবার (৫ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা সদরের সেতুর পাশে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত কলমাকান্দা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছেন এবং এখনো তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনও কথা বলার মতো অবস্থায় নেই। উদ্ধারের সময় তার সঙ্গে দুটি ব্যাগ পাওয়া গেছে—একটিতে কিছু কাপড়চোপড় এবং অপরটিতে কিছু আম ছিল। যদি কেউ এই ব্যক্তিকে চিনে থাকেন বা তার কোনো আত্মীয়-স্বজন হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা কলমাকান্দা থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin