নিজস্ব প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৮ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৫ জুলাই ২০২৫) সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন, এসআই (নিরস্ত্র) মোঃ শাহানুর ইসলাম এবং এসআই (নিরস্ত্র) মোঃ সাইদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকার সাবেক পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি পরিত্যক্ত গ্যারেজে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গ্যারেজটির ভিতর থেকে প্যাকেটজাত অবস্থায় ১০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এখনো এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের উৎস ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin