শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলায় হাজং জাতির উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ হজং ছাত্র সমাজের (বাহাছাস) শেরপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ২৫ সদস্যের এই আহবায়ক কমিটিতে আহবায়ক নির্বাচিত হয়েছে রাম কৃষ্ণ হাজং এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছে বিজয় হাজং।
গত ৩ জুলাই বাহামাস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অন্তরহাজং এবং সাধারণ সম্পাদক শ্রীবন হজং অক্ষয় স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবাহক দীপ হাজং, গীতাঞ্জলি হাজং, অনিন্দিতা হাজং শিবা, বর্ষা হাজং, যুগান্ত হাজং শতাব্দী, প্রান্ত হাজং ও নিলয় হাজং, এছাড়াও অন্যান্য সদস্যদের মধ্যে বিজয় হাজং, কুশল হাজং, নন্দিতা হাজং, অগনিভ সরকার, পূর্নিমা হাজং, লিমন হাজং, সানি হাজং, অনির্বাণ হাজং, গায়ত্রী হাজং, সেজুতি হাজং, প্রশান্ত হাজং, হ্রদয় হাজং, ধ্রুব হাজং, সীমা হাজং, প্রিয়ন্তি হাজং ও অলক হাজং।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin