প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৮:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৩:২২ পি.এম
কাদিহাট উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান অবসরে গেলেন প্রিয় গণিত শিক্ষক মোঃ হবিবর রহমান

মো: হামিম রানা (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাদিহাট উচ্চ বিদ্যালয়ের বর্ষীয়ান গণিত শিক্ষক মোঃ হবিবর রহমান দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেছেন। এ উপলক্ষে মঙ্গলবার (৫ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সকলেই ভালোবাসা ও শ্রদ্ধায় স্যারকে বিদায় জানান।
গণিত শিক্ষক হিসেবে স্যার ছিলেন অসামান্য। কঠিন অঙ্ককে সহজভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদের মনে গণিতের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে পেরেছেন তিনি। তাঁর হাত ধরেই অনেক শিক্ষার্থীর ভয় ছিল দূর হয়ে, অঙ্ক হয়ে উঠেছিল আনন্দের বিষয়।
বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন,
"স্যারের কোমল হৃদয়, সদা হাস্যোজ্জ্বল মুখ, সহানুভূতিপূর্ণ আচরণ এবং কর্তব্যনিষ্ঠা আমাদের সবসময় অনুপ্রাণিত করেছে। তিনি ছিলেন শুধুমাত্র শিক্ষক নন, আমাদের কাছে একজন প্রকৃত অভিভাবকের মতো।"
বিদায়ী বক্তব্যে মোঃ হবিবর রহমান বলেন,
"আমি সবসময় চেষ্টা করেছি আমার শিক্ষার্থীদের ভালোবাসা দিতে, তাদের সঠিক পথে চলতে শেখাতে। আজ এই ভালোবাসা ও সম্মান আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।"
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে অনেক শিক্ষার্থী চোখের জল ধরে রাখতে পারেননি।
সবশেষে সবার মুখেই একটাই কথা—
“স্যার, আপনি ছিলেন, আছেন এবং থাকবেন— আমাদের হৃদয়ের মণিকোঠায়।”
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin