নিউজ ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ অথবা ১১ জুলাই প্রকাশিত হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ১১টার পর সারা দেশে একযোগে এ পরীক্ষার ফল প্রকাশ করা। আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক এবং ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির কালবেলাকে বলেন, ফল প্রকাশের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় তারিখ অনুমোদন করলেই ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে। শিক্ষা মন্ত্রণালয় আরও জানায়, বিগত ১৫ বছরের রীতি ভেঙে এবার পরীক্ষার সারসংক্ষেপ সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা কাছে হস্তান্তর করা হবে না। শিক্ষা উপদেষ্টা এ-সংক্রান্ত কোনো সংবাদ সম্মেলনও করবেন না। তবে আন্তঃশিক্ষাবোর্ড ফলাফলের বিস্তারিত নিয়ে একটি সংবাদ সম্মেলন করতে পারে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে (তত্ত্বীয় পরীক্ষা) শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত চলে। এ বছর ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নেয়। এবারের এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin