আলী আহসান রবি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সাংবাদিকরা সমাজের বিবেক উল্লেখ করে বলেন, সাংবাদিকদের শিশুবান্ধব হতে হবে। শিশুদের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। আজকের শিশুরাই আগামীতে দেশ পরিচালনায় অংশ নেবে।
তিনি আজ (রবিবার) সাতক্ষীরা মুজাফফর গার্ডেনে চার দিনব্যাপী ‘জাতি গঠনে শিশুবান্ধব সাংবাদিকতা’ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন।
সিনিয়র সচিব বলেন, শিশুদের শিক্ষা, সুরক্ষা ও মানবিক বিকাশ নিশ্চিত হলে টেকসই জাতি গঠন সম্ভব হবে। পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধযোগ্য। শিশু মৃত্যু প্রতিরোধে প্রচার-প্রচারণার মাধ্যমে সচেতনতামূলক প্রতিবেদন তৈরি করতে হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে শিশু বিষয়ক প্রতিবেদন আরো মানসম্মত হবে বলে আশা করেন তিনি।
সমাজভিত্তিক সমন্বিত শিশুযত কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্প পরিচালক মো: আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের উপসচিব মোছাম্মৎ হাসিনা আক্তার, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সাংবাদিক শরীফুল্লাহ কাওসার সুমন, মোঃ বাবুল সরকার ও মোঃ মুশফিক বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্মসূচি সমন্বয়কারী জাহিদুল হক খান।
চার দিনব্যাপী প্রশিক্ষণে সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার ২০জন গণমাধ্যমকর্মী অংশ নেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin