প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ৭:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ৪:৩৯ পি.এম
বিশ্বম্ভরপুরে পরিত্যক্ত ঘরে যৌথ অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ।

কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
রোববার ভোরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পরিত্যক্ত ঘর থেকে ২ হাজার ৫০০ কেজি ভারতীয় অবৈধ জিরা এবং ৯ হাজার ৫০০ কেজি ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়।
জব্দকৃত এসব অবৈধ পণ্য পরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকায় অবস্থিত বিজিবির সদর দপ্তরে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বর্তমান সিজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানানো হয়েছে।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসারসহ ১৫ জন এবং বিজিবির জেসিও-১০০১২ নায়েক সুবেদার কাজী মোঃ কামালের নেতৃত্বে ১৪ জন সদস্যসহ মোট ২৮ জন যৌথ বাহিনীর সদস্য অংশগ্রহণ করেন।
এ বিষয়ে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান, বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত পথে চোরাইভাবে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশ রোধে নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে সরকারের রাজস্ব ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, সুনামগঞ্জ জেলার অধীন ১৯টি বিওপির সদস্যরা সীমান্তের প্রতিটি এলাকায় সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। জব্দকৃত অবৈধ ভারতীয় জিরা ও ফুসকা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin