নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট শহরের কাজিটুলা এলাকায় একটি গ্যারেজ থেকে রিকশা চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৫ জুন আফছার মিয়ার মালিকানাধীন একটি গ্যারেজ থেকে এক রিকশা চালক রিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি।
গ্যারেজ মালিক আফছার মিয়া জানান, চুরির ঘটনার পরদিন তিনি অভিযুক্ত চোরের গ্রামের বাড়িতে যান এবং প্রাথমিক অনুসন্ধানে এ ঘটনার সঙ্গে তিনজনের জড়িত থাকার তথ্য পান। চোরদের একজন আফছার মিয়ার সঙ্গে পূর্বশত্রুতার কথা স্বীকার করে বলেন, "আফছার মিয়া আমাকে গালাগালি করেছে, তাই প্রতিশোধ নিয়েছি। যা করার করো, আমি ভয় পাই না।"
চোরটি গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করলেও পরে ধরা পড়ে। তদন্তে জানা যায়, চুরি হওয়া রিকশাটি গোয়াইনঘাট এলাকায় রেখে আসা হয়েছে। অভিযুক্ত দলের ৩ নম্বর সদস্য রিকশাটি একটি বাংকারি দোকানে বিক্রি করে দেন।
চুরির ঘটনাটি নিষ্পত্তির লক্ষ্যে গ্যারেজ মালিক আফছার মিয়া স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে বিচার বসানোর উদ্যোগ নেন। তবে চোরপক্ষের একজন ৫০ হাজার টাকা দাবি করলে বিচার কার্যক্রম স্থগিত হয়।
এ বিষয়ে আফছার মিয়া জানান, চোরকে ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
স্থানীয়ভাবে গ্যারেজ ব্যবসায়ী মহলে বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট মহল।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin