আলী আহসান রবি: ঢাকা, ০৭ জুলাই ২০২৫ খ্রি., রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ নাইমুর রহমান(২২), ২। হারুন(২৪) ও ৩। আলামিন মোল্লা(২০)।
সোমবার (৭ জুলাই ২০২৫ খ্রি.) ভোর ০৫:৪৫ ঘটিকায় শ্যামপুর থানাধীন জুরাইন সালাহ উদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের উপর হতে তাদের গ্রেফতার করা হয়।
শ্যামপুর থানা সূত্রে জানা যায়, সোমবার ভোর ০৫:৪৫ ঘটিকার সময় জুরাইন সালাহ উদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের ওপর রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ২৫/৩০ জন লোক সরকার বিরোধী মিছিল করতে থাকে। রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স তাৎক্ষণিক সেখানে পৌঁছায়। ঘটনাস্থল হতে পুলিশ নাইমুর, হারুন ও আলামিন নামে তিনজনকে গ্রেফতার করতে সমর্থ হয় এবং অন্যান্যরা দৌঁড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin