বর্তমান সময়ে অনেকেই নিজেদের কাঁধে প্রেস কার্ড ঝুলিয়ে সাংবাদিকতার পরিচয় দেন, কিন্তু প্রকৃত সাংবাদিকতা কেবল পরিচয়ে সীমাবদ্ধ নয়—এটি নির্ভর করে একজনের লেখনী, দায়বদ্ধতা ও সততার উপর। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) এর মহাসচিব জনাব মোঃ ফয়সাল হাওলাদার। সভায় মহাসচিব বলেন, “প্রেস কার্ড ঝুলিয়ে পরিচয় দিলেই কেউ সাংবাদিক হয়ে যায় না। সাংবাদিকতা কোনো পোশাকি পরিচয় নয়—এটি একটি দায়িত্ব, একটি আদর্শের পথ। যিনি সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন, অন্যায়ের প্রতিবাদ করেন এবং নিপীড়িতের পাশে দাঁড়ান—তিনিই প্রকৃত সাংবাদিক।” তিনি আরও বলেন, বর্তমান সময়ে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বেড়ে চলেছে, যারা নানা সুবিধা নিতে সাংবাদিক পরিচয় ব্যবহার করছেন। এতে প্রকৃত সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং সাধারণ মানুষও বিভ্রান্ত হচ্ছেন। সাংবাদিকতা একটি মহান পেশা, যার মূল ভিত্তি হলো—সত্য, নিরপেক্ষতা ও জনসেবামূলক দৃষ্টিভঙ্গি। মহাসচিব তার বক্তব্যে তরুণ প্রজন্মের সাংবাদিকদের উদ্দেশে বলেন, “তোমাদের কলমই তোমার পরিচয়। লিখনীর শক্তির মাধ্যমেই মানুষ তোমাকে চিনবে। সত্য প্রকাশে ভয় পেও না। সমাজকে আলোর পথে আনতে লেখনীর শক্তিই সবচেয়ে বড় অস্ত্র।” আলোচনায় উঠে আসে, দেশে একটি ‘জাতীয় সাংবাদিকতা নৈতিকতা কাউন্সিল’ গঠনের প্রয়োজন, যা সাংবাদিকদের যাচাই-বাছাই করে নিবন্ধন দেবে এবং ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে। এতে করে সাংবাদিকতার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং গণমাধ্যম আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবে। সমাপ্ত বক্তব্যে মহাসচিব পুনরায় উল্লেখ করেন, “সাংবাদিক মানেই আলো হাতে অন্ধকারে হাঁটতে জানা একজন সংগ্রামী মানুষ। তাঁর সবচেয়ে বড় পরিচয়—তাঁর সত্যভিত্তিক প্রতিবেদন, মানুষের জন্য তাঁর দায়বদ্ধতা এবং লেখনীর জোর।” সাংবাদিকতা মানে কেবল খবর লেখা নয়—এটি একটি সংগ্রাম, একটি নৈতিক পথচলা। আর সেই পথচলার নেতৃত্ব দেয় একজন সচেতন ও দায়বদ্ধ লেখক, যিনি সমাজের দর্পণ হয়ে ওঠেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin