প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১১:১২ এ.এম
পিরোজপুর সওজ এর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধি।: পিরোজপুরে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পিরোজপুর সড়ক বিভাগ (সওজ)। মঙ্গলবার (৮ জুলাই ) শহরের সি ও অফিস মোড় থেকে পিরোজপুর রানিপুর মোড় পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ।
পিরোজপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি, এম. রাজিমুল আলীম রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।
উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে বুলডোজার দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের জমির সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়।
উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিনহাজুর রহমান সহ সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin