মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ): মধ্যনগরের মহিষখলা পশুর হাটে আজকের সাপ্তাহিক হাট সকাল থেকেই জমজমাট ছিল। থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও ক্রেতা ও বিক্রেতাদের মোটামুটি ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। হাটজুড়ে বেচাকেনা মোটামুটি ভালই চলছে।
দেশি জাতের গরু, ছাগল ও মহিষের সরবরাহ ছিল পর্যাপ্ত। বৃষ্টির কারণে কিছু জায়গায় কাদা জমলেও বাণিজ্যের গতিতে তেমন কোনো বাধা দেখা যায়নি। গরু বিক্রেতা মোঃ হাবিজ মিয়া বলেন, “বৃষ্টি হলেও ভিড় ভালো, এখন পর্যন্ত কয়েকটি গরু বিক্রি করেছি। দামও মোটামুটি সন্তোষজনক।”
ক্রেতা রফিকুল ইসলাম বলেন, “গরুর মান ভালো। বৃষ্টির কারণে কিছুটা অসুবিধা হলেও দরদামে গরু কেনাবেচা চলছে।”
হাটে পশুর সংখ্যা ও বেচাকেনা বিকেলের দিকে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin