ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ বোতল দেশীয় তৈরি চোলাই মদসহ মোঃ আব্দুল হাকিম (৩০) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে স্থানীয় জনগণও পুলিশকে সহযোগিতা করেন।
গ্রেফতারকৃত আব্দুল হাকিম সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা (উত্তর শহীদ মিনার) এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (৮ জুলাই) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে ডিবি পুলিশের একটি দল নিয়মিত টহল ও আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে গোপন সূত্রে জানতে পারে, সুনামগঞ্জ পৌরসভার পশ্চিম হাজীপাড়া এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
ডিবি পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আব্দুল বাতেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মোঃ আব্দুল হাকিমকে আটক করে। তার হেফাজতে থাকা তিনটি রেক্সিনের ব্যাগ তল্লাশি করে প্রতিটি ব্যাগে ১০০টি করে সর্বমোট ৩০০টি সাদা প্লাস্টিক বোতলে ভরা দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ প্রায় ১০৫ লিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin