ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সারাদেশে একযোগে প্রকাশিত হয়েছে। এ বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক ০৩ শতাংশ। তখন জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী। তুলনামূলকভাবে এবার পাসের হার ও সর্বোচ্চ গ্রেডপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।
ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডসহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বৃহস্পতিবার দুপুরে একযোগে ফল প্রকাশ করে।
ফল প্রকাশ উপলক্ষে এ বছরও কোনো আনুষ্ঠানিকতা ছিল না। তবে ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং www.educationboardresults.gov.bd সাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। মোবাইল ফোন থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকায় ফল প্রকাশ করা হবে না।
ফলাফল প্রকাশের পরপরই ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণের সময়ও ঘোষণা করা হয়েছে। আগামী ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি বোর্ডগুলোর ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশের বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। এবার মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin