আলী আহসান রবি: ১১ জুলাই ২০২৫, অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আজ ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলার মাধ্যমে সারাদেশে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেয় স্বৈরাচার সরকার। ২০২৪ সালের ১১ জুলাইয়ের ঘটনা এবং গণ-অভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১১ জুলাইকে 'প্রথম প্রতিরোধ দিবস' ঘোষণা করেন আসিফ মাহমুদ। এ বিষয়ে দ্রুত দাপ্তরিক এবং প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।
আজ(শুক্রবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে "জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ-১১ জুলাই শীর্ষক' 'স্মৃতির মিনার' অনুষ্ঠানে" প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকাকে স্মরণ করে উপদেষ্টা বলেন, 'বাধা দিলে বাধবে লড়াই' এই কথার বাস্তব উদাহরণ রেখেছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র নেতৃত্ব ঘোষিত 'বাংলা ব্লকেড' কর্মসূচির সফল বাস্তবায়নে ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়ে তোলা প্রতিরোধকে স্বীকৃতি দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে "প্রতিরোধ মিনার" নির্মাণেরও ঘোষণা দেন তিনি।
এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে যানবাহন সঙ্কট নিরসনে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ৩ টি নতুন বাস উপহার দেওয়ার ঘোষণা দেন উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশেই জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে নির্মিতব্য 'জুলাই মিনার' স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার উপদেষ্টা। অনুষ্ঠানে "১১ জুলাই" বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শিত হয় এবং জুলাই আন্দোলনে আহতদের সম্মাননা প্রদান করা হয়।
'স্মৃতির মিনার' অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী এবং আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল। অনুষ্ঠান শেষে উপদেষ্টা কুমিল্লা জেলা দায়রা ও জজ আদালত প্রাঙ্গণে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের শুভ উদ্বোধন করেন এবং আইনজীবী সমিতির হল রুমে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin