প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৭, ২০২৬, ১২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ১০:৪১ এ.এম
দৌলতপুর জুট মিলস স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠানে কেএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদকঃ আজ শুক্রবার বেলা ১১.৩০ ঘটিকায় বর্ণাঢ্য আয়োজনে দৌলতপুর জুট মিলস স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও স্বাগত জানান। তিনি বলেন, বর্তমান সময়ে ইতিবাচক বিনোদনের সুযোগ তুলনামূলকভাবে কমে গেছে, ফলে এ ধরনের সামাজিক ও শিক্ষাবান্ধব আয়োজন মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের গঠনমূলক অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা অত্যন্ত প্রয়োজন। একটি নিরাপদ ও শান্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অপরিহার্য উল্লেখ করে তিনি খুলনা মহানগরীকে একটি নিরাপদ নগর হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
এ সময় কেএমপি'র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুদর্শন কুমার রায়-সহ স্কুলের প্রাক্তন শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin