রাজধানীর মিরপুর এলাকার চাঁদাবাজও সহযোহী নেতাদের সতর্ক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী ও দারুসসালাম জোনের এডিসি সালেহ মোহাম্মদ জাকারিয়া।
এডিসি সালেহ মোহাম্মদ জাকারিয়া বলেন, মিরপুর এলাকায় চাঁদাবাজদের ব্যাপারে যে নেতা তদবির করতে আসবেন তাকেসহ এরেস্ট করবো। 'সাবধান হয়ে যান. নাহলে হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেয়া হবে। এ সময় মাইনাস টলারেন্স', যোগ করেন এডিসি জাকারিয়া।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin