প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ১০:২৮ এ.এম
হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মো:হামিম রানা, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে রাসেল আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) ভোররাতে উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল আলী হরিপুর উপজেলার রাজবাড়ি গ্রামের নিয়াজুল ইসলামের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, শনিবার ভোর আনুমানিক চারটার দিকে রাসেল আলীসহ কয়েকজন মিনাপুর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে যান। এ সময় ভারতের কিষাণগঞ্জ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই রাসেল গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার মরদেহ ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে পড়ে রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার পর সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশের সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। অপরদিকে, ভারতের সীমান্ত এলাকাতেও অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin