সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহত শফিকুল ইসলাম লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার ভোররাতে শফিকুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। তাদের লক্ষ্য ছিল চোরাইপথে গরু আনা। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করে। চোরাকারবারিরা পালানোর সময় বিএসএফের ওপর পাথর নিক্ষেপ করলে তারা গুলি চালায়। এতে শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, "বাগানবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় গুলিবিদ্ধ হয়ে শফিকুল ইসলাম নিহত হন। গুলি তার বুক বরাবর লেগেছে বলে আমরা নিশ্চিত হয়েছি।"
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin