নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে ২ হাজার পিস ইয়াবাসহ নুর আহমদ নামের এক বিএনপি নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়। আটক নুর আহমদ নাজিরপাড়া গ্রামের ইউছুফ আলীর ছেলে। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। উখিয়া-৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার হচ্ছে খবর পেয়ে টহল জোরদার করা হয়। কক্সবাজারগামী একটি প্রাইভেটকার ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে এলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে নূর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন তার পায়ুপথে ইয়াবা রয়েছে। তিনি আরও বলেন, পরে তার পায়ুপথ থেকে দুটি প্যাকেট উদ্ধার করা হয়। যেখানে ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এগুলো কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin