আলী আহসান রবি: ঢাকা, ১২ জুলাই ২০২৫, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি-এর মানবিক উদ্যোগ ও তত্ত্বাবধানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৩৪,৫৮০ পরিবার অর্থাৎ প্রায় ১,৫৫,০০০ মানুষ প্রত্যক্ষভাবে সহায়তা পেয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সহানুভূতি ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
কোভিড-পরবর্তী কঠিন সময়ে রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিভিন্ন সময়ে অসহায় মানুষের জন্য বন্যার ত্রাণ, শীতবস্ত্র, রমজানের খাদ্য সহায়তা, রোহিঙ্গাদের সহায়তা, কোরবানির গোশত বিতরণ, মসজিদ ও ঘর নির্মাণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করেন।
এই সকল উদ্যোগ কেবল তাৎক্ষণিক সহায়তা নয়, বরং বহু মানুষের জীবনে এনে দিয়েছে আশার আলো, নিরাপত্তা এবং সামাজিক স্থিতি। এসব কার্যক্রম বাস্তবায়নে রাষ্ট্রদূত নিজেই সম্পৃক্ত থেকেছেন এবং বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতা নিশ্চিত করেছেন। যাদের মধ্যে রয়েছে ইউএই এইড, এমিরেটস রেড ক্রিসেন্ট এবং জায়েদ চ্যারিটেবল অ্যান্ড হিউমেনিটেরিয়ান ফাউন্ডেশন।
বাংলাদেশের মানুষের প্রতি সংযুক্ত আরব আমিরাতের আন্তরিকতা, মানবিকতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হোক এই প্রত্যাশা আমাদের সকলের।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin