আলী আহসান রবি : মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত টার্গেটবল প্রতিযোগিতা ২০২৫- এ বিজিবি পুরুষ দল বাংলাদেশ পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে প্রতিযোগিতার পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে ১৮–০৯ গোলের ব্যবধানে বাংলাদেশ পুলিশ পুরুষ টার্গেটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বর্ডার গার্ড বাংলাদেশ পুরুষ টার্গেটবল দল।
অন্যদিকে মহিলা বিভাগে বিজিবি মহিলা টার্গেটবল দল ০৯–১১ গোলের ব্যবধানে বাংলাদেশ পুলিশ মহিলা দলের কাছে হেরে রানার আপ হয়।
গত ২৬–২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ও নড়াইল ফিরোজ স্মৃতি সংসদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার সমাপনী দিনে বিজিবি ময়মনসিংহ সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আল মামুন সুমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সমাপনী বক্তব্যে প্রধান অতিথি বিজয় দিবসের চেতনাকে ধারণ করে ক্রীড়া চর্চার মাধ্যমে শারীরিক সক্ষমতা ও দলগত ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দল ও খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানান।
প্রধান অতিথি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব ও পেশাদারিত্ব বিকাশে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে- যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin