প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৩:২৩ পি.এম
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের ছোট ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

মো: হামিম রানা, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএনপির সম্মেলনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সম্মেলনের ফলাফল ঘোষণার পরপরই উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে মির্জা ফয়সালের গাড়ি বহরের ওপর হামলা চালায়। এতে তার প্রাইভেট কার ভাঙচুর করা হয় এবং সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সম্মেলনের নির্বাচনী ফলাফল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এদিন ফলাফল ঘোষণার পর তা চূড়ান্ত রূপ নেয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin