হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়ন পরিষদ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে (১১ জুলাই ২০২৫) বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে জেলার কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়ন পরিষদ জেলার মধ্যে শ্রেষ্ঠ হওয়ায় সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাক আহমেদ এর কাছ থেকে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ এর সম্মাননা ক্রেস্ট সনদ ও ফুলের শুভেচ্ছা গ্রহন করেন চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান।সাতক্ষীরা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক রওশনারা জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালিগঞ্জ উপজেলার ৬ নম্বর নলতা ইউনিয়ন পরিষদ জেলার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। উল্লেখ্য যে, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান বিগত স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে দলীয় প্রতিক ধানেরশীষ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে অতি সুনামের সাথে জনসেবা ও অত্র ইউনিয়নে যথাযথা উন্নয়নমুখী কাজ করে সুখ্যাতিপ্রাপ্ত হয়েছেন। তিনি প্রতিকূল পরিবেশে জনগনের ভালোবাসায় টানা দুইবার নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin