ডেস্ক রিপোর্ট: অদ্য ১৫ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরির্দশন করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয় । প্যারেড ও জেলায় ব্যবহৃত যানবাহনসমূহ পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, বিদ্যুৎ ও জ্বালানিসহ সরকারি অন্যান্য সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হওয়া, ড্রেসরুলস অনুসরণ করে পোশাক পরিধান, সরকারি মালামালের হেফাজত করা,ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সর্তক থাকা ,সুন্দর ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন। উক্ত মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন জনাব মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল),সাতক্ষীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্),জনাব মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মীর আসাদুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), জনাব মোঃ ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), ডা: মোঃ সুমন হোসেন, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল,সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ,ডিআইও-১, ওসি (ডিবি), টিআই(অ্যাডমিন) এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin