দেশের প্রথম সারির গণমাধ্যম "মানুষের কল্যাণে প্রতিদিন" পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ খলিলুর রহমান এর জন্মদিন আজ।
তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন "মানুষের কল্যাণে প্রতিদিন এর প্রধান সম্পাদক হাসানূর রহমান সুমন ও বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট এসোসিয়েশনের ট্রেজারার কবির নেওয়াজ রাজ । আরো শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিন পরিবার, নতুন টিভি পরিবার,KSND এন্টারপ্রাইজ পরিবার,KS propertis পরিবার।
এক শুভেচ্ছা বার্তায় প্রধান সম্পাদক হাসানুর রহমান সুমন বলেন, ‘জীবনের সব চ্যালেঞ্জকে জয় করে আগামীর দিনগুলো ভরে উঠুক সফলতায়, চলার পথগুলো হোক মসৃণ। শুভ কামনা সবসময়।’
কবির নেওয়াজ রাজ বলেন, ‘তার নেতৃত্ব, সৃজনশীল চিন্তা এবং একাগ্র প্রচেষ্টা আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করে। সাংবাদিকতার এ গুরুত্বপূর্ণ মঞ্চে তিনি যে সততা, পেশাদারিত্ব ও নতুনত্বের সূচনা করেছেন; তা সত্যিই অনুকরণীয়।’
উল্লেখ্য,খলিলুর রহমান বাংলাদেশের দক্ষিণ অঞ্চল পটুয়াখালীর বাউফলে জন্মগ্রহণ করে ও এমফিল ডিগ্রী অর্জন করেন।
মানুষের কল্যাণে প্রতিদিন পরিবার তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল ও সফলতা কামনা করেছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin