প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৬, ২০২৬, ১০:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৬:০৭ এ.এম
হঠাৎ নিখোঁজ মোঃ বায়েজিদ, পরিবারের আকুতি দ্রুত খুঁজে বের করার জন্য

নিজস্ব প্রতিনিধি : মোঃ বায়েজিদ হোসেন বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। হঠাৎ করেই সে নিখোঁজ হওয়ার পর তার পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা।
গত ৩০ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) বিকেল থেকে নিজ এলাকার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
তার বয়স আনুমানিক ২৬ বছর এবং সে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। হঠাৎ করেই নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারসহ আশপাশের মানুষের মনে শঙ্কা বাড়ছে প্রতি মুহূর্তে।
মোঃ বায়েজিদ এর বড় ভাই মোঃ রফিকুল ইসলাম (বাদল) বলেন, আমার ছোট ভাই কিছু বলতে পারে না। কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। দয়া করে আমার ভাইকে খুঁজে পেতে সাহায্য করুন।
গৌরনদী উপজেলা, বরিশাল বিভাগের আশেপাশের এলাকাসহ দেশবাসীর কাছে পরিবারের আকুতি সকলের সহযোগিতায় তারা বায়েজিদকে আবারও ফিরে পেতে চায়।
নিখোঁজ বায়েজিদের সন্ধান বা কোনো সংবাদ পাওয়া গেলে যোগাযোগ করার অনুরোধ করেছেন তার পরিবার। বড় ভাই মোঃ রফিকুল ইসলাম (বাদল) গ্রাম- পশ্চিম চন্দ্রহার, ইউনিয়ন- বাটাজোর, থানা- গৌরনদী, জেলা- বরিশাল, মোবাইল: ০১৭১২-১৭১১২০।
বায়েজিদকে দ্রুত ও নিরাপদে ফিরে পাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin