প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১০:৪২ এ.এম
ইয়ুথ এন্ডিং হাঙ্গারের উদ্যোগে সারাদেশে দুই হাজারের অধিক গাছের চারা রোপণ

মোতালেব বিশ্বাস লিখন, নিজস্ব প্রতিবেদক: ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর উদ্যোগে সারাদেশে একযোগে প্রায় দুই হাজারের অধিক গাছের চারা রোপণ করা হয়েছে। গত ৫ জুন পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশে এই বৃক্ষরোপণের কর্মসূচী পালন করা হয়। গত ৫ জুন থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় ২ হাজারেরও অধিক গাছের চারা রোপণ করা হয়েছে এবং এখনো সেই কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর ১০ টা অঞ্চলের বিভিন্ন জেলায় এই বৃক্ষরোপণ কর্মসূচি চালানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি গাছ লাগানো হয়েছে রাজশাহী অঞ্চলে ১৬০০ টি। এছাড়াও যশোর অঞ্চলে ১০০ টি, রংপুর অঞ্চলে ৫০ টি, সিলেট অঞ্চলে ৪০ টি, ঢাকা অঞ্চলে ৫০ টি, চট্টগ্রাম অঞ্চলে ১০৫ টি, ময়মনসিংহ অঞ্চলে ৫০ টি, খুলনা অঞ্চলে ৯০ টি, কুমিল্লা অঞ্চলে ৫০ টি এবং বরিশাল অঞ্চলে ১২০ টি গাছের চারা রোপণ করা হয়েছে।
জানা যায়, এসব গাছের মধ্যে বেশির ভাগ ফলজ ও ঔষাধি গাছের সংখ্যাই বেশি। সারাদেশে রোপণকৃত এসব গাছের মধ্যে রয়েছে আম, কাঁঠাল, মেহগনি, পেয়ারা, জলপাই, জাম, নিম, জারুল, রেইনট্রি, অর্জন, আমড়া, অশ্বত্থ, আমলকী, কৃষ্ণচূড়া, তুলসী, শিশু, কদবেল, বড়োই, বহেরা, হরিতকী, বকুল, লিচু, জাম্বুরা, পেপে, লেবুসহ বিভিন্ন প্রজাতির গাছ।
ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের জাতীয় সমন্বয়কারী সাদিব বিন ইউসুফ বলেন, "বিশ্ব পরিবেশ দিবস ২০২৫-এ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ সারা দেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে - তরুণদের নেতৃত্বে একটি সবুজ ও টেকসই ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। আমরা শুধু গাছ লাগাইনি, আমরা রোপণ করেছি সচেতনতা, দায়িত্ববোধ ও পরিবেশের প্রতি ভালোবাসা। এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ নির্মাণে আমাদের অঙ্গীকারের প্রতীক।"
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin