আলী আহসান রবি: ঢাকা, ১৭ জুলাই ২০২৫ খ্রি., বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫০ টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ। মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে মোহাম্মদপুর থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত দুই মাসে ৫০টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫ খ্রি.) দুপুরে সহকারী পুলিশ কমিশনার (মোহাম্মদপুর জোন) অফিসে উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো ফিরে পেয়ে অনেকে আবেগে আপ্লূত হয়ে যান। আনন্দিত মোবাইল ফোনের প্রকৃত মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin