নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা শুক্রবার বিকেলে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মোঃ শাহজাহান খন্দকার, আর সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সালাম। তাঁরা উভয়েই নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য। অনুষ্ঠানে অতিথি ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মুক্তার হোসেন, মোঃ সৈয়দ হোসেন (মেম্বার), মোঃ জামাল হোসেন (মেম্বার) ও মোঃ শাহেদ আলী (মেম্বার)।
উঃ বংশীকুন্ডা ইউনিয়ন এর নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন:
১. মোঃ শাহজাহান খন্দকার (আহ্বায়ক)।
২. মোঃ আব্দুস সালাম (যুগ্ম আহ্বায়ক)।
৩. মোঃ দুলাল আহমেদ (বি.এ)।
৪. মোঃ মানিক মিয়া।
৫. মোঃ বকুল মিয়া।
৬. মোঃ মজনু মওয়া।
৭. মোঃ শহিদ মিয়া।
৮. মোঃ আমিনুল ইসলাম।
৯. মোঃ মঞ্জুরুল হক।
১০.ওয়ারেছ মিয়া।
১১.মোঃ বাচ্চু মিয়া।
বক্তারা বলেন, দলের তৃণমূলকে শক্তিশালী করতে, মাঠ পর্যায়ে যারা নিঃস্বার্থভাবে কাজ করছেন তাদের খুঁজে বের করে ওয়ার্ড কমিটিতে স্থান দেওয়া হবে। প্রকৃত ত্যাগীদের সম্মান ও সুযোগ দেওয়া হবে।
তারা আরও জানান, নবগঠিত এই আহ্বায়ক কমিটির দায়িত্ব অনেক বড়, এই কমিটির সফলতায় ইউনিয়নের রাজনৈতিক সংগঠন শক্তিশালী হবে।
সভা শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়, যা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জাতীয়তাবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin